সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সরকারের জন্য কাল

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২৬ জুলাই, ২০১৩, ১২:২১:০৫ রাত

আমার এক বন্ধু খুবই রাজনীতি সচেতন। তার স্মরণশক্তি মোটামুটি ভাল, অনেক পূর্বেকার ঘটনাও সে অনায়াশে নাম সুদ্ধ বলতে পারে। হালের খবর বিশ্লেষন সহ তার কাছ পাওয়া যায়। তার সাথে আমার বির্তক হয় মিডিয়া ও মিডিয়ার ভূমিকা নিয়ে। তার বক্তব্য ছিল ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের উচিত হবে অনেকগুলো ইলেক্ট্রনিক্স মিডিয়ার অনুমোধন দেয়া । বিএনপির পক্ষে প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়া না থাকাতে তাদের কথা ও প্রচার প্রচারণা জনগণের কাছে সঠিক ভাবে পৌঁছাচ্ছেনা। বর্তমান সরকার তাদের নিজেস্ব ও অনুকুলের মিডিয়ার দ্বারা তাদের ব্যর্থতাগুলো ডাকতে পারছে। আমি তার বক্তব্যের বিরোধিতা করি। আমি বলেছি বর্তমান সরকার যদি কোন ভূল করে থাকে তাহলে অনেকগুলো মিডিয়া অনুমোধন দিয়ে ভূল করেছে। মিডিয়া তাদেরকে ডুবাবে। কারণ তাদের অনুকুলের মিডিয়া সরকারের গুনকির্তন করে, সরকার যা সফলতা গুলো আছে তাকে ফলাও করে প্রকাশ করে। সরকারের ব্যর্থতা, তাদের দূর্নীতি, সংগঠনের দূর্বলতা, তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সন্ত্রাস ইত্যাদি তুলে ধরে না। টকশো গুলোতে সরকারের ঘরোয়া বুদ্ধিজীবিদেরকে উপস্থিত করে, যারা সরকারের সমালোচনা করে না। এবং ঐ সকল বুদ্ধিজীবিদেরকে উপস্থিত করে যারা জামায়াত বিরোধি এবং বিএনপির নীতিবিপক্ষ। তারা জামায়াত ও বিএনপির বিপক্ষে কথা বলতে গিয়ে বর্তমানে সরকারের প্রতি জনগনের অবস্থান কি, জনগনের সরকারের কাছে কি চাওয়া সঠিক ভাবে তুলে ধরেন না। সরকারের কোন প্রদক্ষেপের বিরোধিতা করলে, সেটাকে মিডিয়াগুলো সহিংসতা বলে চালিয়ে দেয়া, এক্ষেত্রে সরকার কি করণিয় তার তুলে ধরেন না। পুলিশ বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করলে মিডিয়াগুলো থাকে নির্বিকার । শুধু তাই নয় বরং মিডিয়াগুলো পুলিশ ও সংশ্লিষ্টদেরকে উৎসাহ দেয়। ফলে সরকার বাস্তব পরিস্থিতি সর্ম্পকে ওয়াকিবহাল হচ্ছে না। তাই বলি সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সরকারের ক্ষতিকারক। অন্যদিকে আমাদের প্রধান মন্ত্রীও সরকারের সমালোচনা করা পছন্দ করেন না। সরকারের এমপি গোলাম মাওলা রণি তিনি আকারে ইঙ্গিতে কখনো স্পষ্ট ভাবে সরকারের সমালোচনা করতেন এবং অর্থ মন্ত্রী, মতিয়া চৌধুরী, পরাষ্টমন্ত্রী ডা. দিপু মনি, শিক্ষামন্ত্রী ও প্রধান মন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানে সমালোচনায় স্বরব ছিলেন। তাই একজন এমপি হয়েও জেলে। অন্যদিকে আবুল হোসেন দূর্নীতি করেও দেশ প্রেমিক, মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ৭০ লক্ষ টাকার কেলেঙ্কারী করেও মন্ত্রী। কারন তারা সরকারের সমালোচনা করেন না বরং ফাম মারেন এবং বড় দরদী বলে জাহির করেন।

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File